পবিত্র ঈদ উল আযহার মাত্র দুই সপ্তাহ বাকি। অথচ তিন মাস বেতন পায় না খুলনা জেলার রূপসার উপজেলা রূপালী সী ফুডস লিমিটেড কোম্পানির শ্রমিকরা। বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে এসব শ্রমিক পরিবার। প্রতিষ্ঠানে কর্মরত নারী ও পুরুষ শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-বোনাসের দাবিতে ফুঁসে উঠেছে। জোরালো দাবি তোলে কারখানা কর্তৃপক্ষের কাছে। শ্রমিকদের আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে ঘুরানো হচ্ছে মাসের পর মাস। সরেজমিনে জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়ক সংলগ্ন রূপসার উপজেলাধীন নৈহাটী ইউনিয়নের মানচিত্রে রূপালী সী ফুডস লিমিটেড নামক প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানে বিভিন্ন সেকশনে কর্মরত ৩২ জন শ্রমিক করছে মানবেতর জীবন-যাপন। কিন্তু শ্রমিকরা বেতন পায়না তিন মাস। কোম্পানিতে কর্মরত বিভিন্œ সেকশনের নারী-পুরুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছে এসব শ্রমিক। কোম্পানিতে কর্মরত শ্রমিকরা বেতন পায় না তিন মাস। শ্রমিকদের দাবি ঈদ উল আযহার আগে তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের। কোম্পানি কর্তৃপক্ষকে বেতনের কথা বার বার বলেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়। ঘুরানো হচ্ছে মাসের পর মাস। তাদের দাবি ঈদ উল আযহার আগে তিন মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হোক।

উৎপাদন বিভাগে কর্মরত সুপারভাইজার মো. আল মামুন বলেন, কারখানার প্রত্যেক শ্রমিক তিন মাস ধরে বেতন পায় না। বেতন না পাওয়া সবারই সংসার চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি ঈদ উল আযহার আগের তিন মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হোক।