হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হাটহাজারী শাখার শ্রদ্ধেয় ম্যানেজার জনাব মোহাম্মদ আলম ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

মরহুম মোহাম্মদ আলম গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ফতেয়াবাদ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর তিনি ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুম আলম তার আন্তরিকতা, দায়িত্বপরায়ণতা ও পেশাদারিত্বের জন্য ব্যাংকিং খাতে সুপরিচিত ছিলেন। তিনি হাটহাজারী শাখার সফল পরিচালনা নিশ্চিত করতে সব সময় উদ্যমী ছিলেন এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

আজকের তার আকস্মিক মৃত্যুতে ব্যাংক কর্মকর্তা, সহকর্মী ও গ্রাহক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।