মোহাম্মদ মনিরুজ্জামান মোংলা সংবাদদাতা: দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, বিশেষত রিকন্ডিশনড গাড়ি আমদানির ক্ষেত্রে। এক সময় ঝিমিয়ে পড়া এই বন্দর এখন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং ব্যবসায়ীদের জন্য প্রদত্ত সুবিধা মোংলার কার্যক্রমকে নতুন গতি দিয়েছে।

মোংলা বন্দরের উপসচিব মোঃ মাকরুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই আমদানির গতি লক্ষণীয়ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে ৮৩টি জাহাজ নোঙর করেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। জুলাই এবং চলতি আগস্ট মাসে মোংলা বন্দর দিয়ে মোট ১,০০৪ ইউনিট রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে। একই সময়ে ৪,৮০১টি কন্টেইনার লোড ও আনলোড হয়েছে, যার মাধ্যমে প্রায় ৭ লক্ষ ৯২ হাজার মেট্রিক টন পণ্য দেশের ভেতরে ও বাইরে পরিবহন করা হয়েছে। বন্দরটির এই উন্নয়নের পেছনে আউটার ও ইনার বারে ড্রেজিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে বড় আকারের কন্টেইনারবাহী এবং গাড়িবাহী জাহাজ সহজে বন্দরে প্রবেশ করতে পারছে। পাশাপাশি চীনের সঙ্গে হওয়া চুক্তির আওতায় নতুন কন্টেইনার ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা ব্যবসায়ীদের আরও আগ্রহী করছে এই বন্দর ব্যবহারে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে মোংলা বন্দর এখন রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি সংযুক্ত। এর ফলে দেশের বড় মেগা প্রকল্পগুলোর মালামাল বন্দরে পৌঁছে দ্রুত বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হচ্ছে। এছাড়া পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা পণ্য পরিবহনে গতি এনেছে।

সম্প্রতি নৌপরিবহন উপদেষ্টা পরিদর্শনকালে মোংলা বন্দরকে আরও আধুনিক ও গতিশীল রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জানিয়েছেন যে বর্তমানে দেশের মোট রিকন্ডিশনড গাড়ির প্রায় ৫৫ শতাংশ মোংলা বন্দর দিয়ে আমদানি হয়, এবং এ হার বাড়াতে তারা নানামুখী পদক্ষেপ নিচ্ছেন।

বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করে তাদের উৎসাহিত করছেন। আধুনিক সরঞ্জাম সংযোজন, ডিজিটাল ব্যবস্থাপনা প্রবর্তন এবং নিরাপত্তা জোরদারের মতো উদ্যোগের ফলে বন্দরের কার্যক্রম এখন আন্তর্জাতিক মানে পৌঁছেছে।

সব মিলিয়ে, আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসাবান্ধব পরিবেশের কারণে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই ধারাবাহিক অগ্রযাত্রা বজায় থাকলে অদূর ভবিষ্যতে মোংলা বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।