‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস’২৫ উদ্যাপন হয়েছে।
এ উপলক্ষে সকালে স্কাউট ভবনে রংপুর জেলার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ মাহবুবার রহমান। আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন, জেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।