অবহিতকরণ সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লার হোমনা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক বিশেষ অবহিতকরণ ও রেজিস্ট্রেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনে দায়িত্ব পালনকালে কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই মূলত এই সচেতনতামূলক সভার আয়োজন।

অ্যাডভোকেসি ডায়ালগ ঝালকাঠি

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে ব্র্যাক আয়োজিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ে একটি অ্যাডভোকেসি ডায়ালগ সম্প্রতি ব্র্যাক আঞ্চলিক কার্যালয় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কাওছার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার।

কম্বল বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার বেথইর, পিপুলিয়া ও লাংটিয়াসহ বিভিন্ন এলাকার দুস্থ মানুষের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করেন। শীতের তীব্রতা বাড়ায় অসহায় মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা প্রদান করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা কেবল এক জায়গায় সীমাবদ্ধ না থেকে অনেক শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়েও সরাসরি কম্বল পৌঁছে দেন।

ফুটবল টুর্নামেন্ট

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”Ñএই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি উপজেলার রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বড় ছেলে-মেয়েদের বল নিক্ষেপ এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

দুই শিকারি আটক

সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের নলিয়ান এলাকা থেকে হরিণ শিকারের অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে শিকারকৃত হরিণের সাড়ে ২১ কেজি মাংস, একটি মাথা, চারটি পা এবং হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার বাসিন্দা আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা এবং একই উপজেলার জিয়ারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী শিকারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সীরাতুন্নবী (সা.) মাহফিল

চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩২তম সীরাতুন্নবী (সাঃ) মাহফিল-২০২৫ সম্প্রতি স্থানীয় নূরানী কাফেলা সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সেক্রেটারি মো. এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় বিশাল মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন প্রথমদিন মাওলানা আ.ক.ম ছাদেক ও মাওলানা মোক্তার আহমদ এবং দ্বিতীয়দিন হাফেজ আমান উল্লাহ ও শাহ মাওলানা এস.এম নূর হোছাইন ছিদ্দিকী।