চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : উপজেলা শশীভূষণ থানাধীন চরকলমি ইউনিয়নের দক্ষিণ চরমঙ্গল ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ: লতিফ খলিফার ছেলে বোরাক চালক মোঃ শিপনকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ।

এ বিষয়ে শশীভুষন থানা অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে শশীভূষণ থানা মামলা হয়েছে। ২আসামীকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গ্রেফতার শেষে ১১ এপ্রিল আদালতে পাঠানো হয়েছে।