নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে ৫ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার রাতে উপজেলার তেজের বাজার রেল গেইট সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। উপজেলার ঢালুয়া ইউনিয়নের চর জামুরাইল গ্রামের বিমল চন্দ্রের নেতৃত্বে ৫ জন সনাতন ধর্মাবলম্বী ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামায়াতের রাজনীতিতে যোগ দেন।
জামায়াতে যোগ দেয়া অন্য হিন্দু সদস্যরা হলেন একই গ্রামের গোপাল চন্দ্র, রাখাল চন্দ্র, শুভল চন্দ্র ও চচি চন্দ্র।
সদ্য যোগদানকৃত বিমল চন্দ্র বলেন, আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ তাদের রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ আমাদের ভালো লাগে। তাদের সঙ্গে চলাফেরা করি, তাদের আচার ব্যবহার ভালো লাগে। আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করবে, এতে কারও কোনো সমস্যা হবে না।
যোগদানের সময় কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, আমাদের রাজনীতি, নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে, মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।