টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক প্রমুখ।

এ সময় এ প্লাস প্রাপ্ত ৬শ’ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিবিরের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।