গাজীপুরে দাম্পত্য কলহের জেরে পোশাককর্মী এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। মহানগরীর সদর থানার সালনা পোড়াবাড়ির গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম- শারমিন আক্তার। তিনি ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে এবং মোজাম্মেল হকের স্ত্রী। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় প্রীতি গ্রুপের গার্মেন্টসে কাজ করতেন শারমিন আক্তার। তিনি বৃহস্পতিবার ডিউটি শেষ করে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছালে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে জিএমপি’র সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।