মদন (নেত্রকোনা) সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠান নেত্রকোনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে রবিবার বিকেলে উপজেলা এবং পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক এই প্রতিবাদ সমাবেশ করেন।

বিকেল নেতা-কর্মীরা মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে শেখান থেকে মিছিল বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ এলাকায় পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।