ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সমন্বিত জেলা কার্যালয় (রংপুর)-এর উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা বুধবার (১০ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন। মামলাটি দুদকের উপ-পরিচালক বরাবর দাখিল করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয় আফতাব উদ্দিন সরকার ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৭২০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং দুদককে মিথ্যা তথ্য প্রদান করেছেন। পাশাপাশি তিনি ৫ কোটি ৫ লাখ ৬১ হাজার ৯৪৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা বলেন,
“মামলাটি তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করা হবে।”
দুদকের সূত্র জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষ হলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা আরো জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে সাবেক এই সংসদ সদস্যের সম্পদ ও আর্থিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছিল। রংপুর ও ঢাকায় তাঁর একাধিক বাসভবন, ব্যবসা ও ব্যাংক লেনদেন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা মন্তব্য প্রচলিত রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আফতাব উদ্দিন সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।