পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : পলাশবাড়ী উপজেলায় সার সিন্ডিকেট তৈরি হচ্ছে খোদ ডিলারদের ঘরেই। ডিলার পয়েন্ট নির্দিষ্ট স্থানে থাকলেও তাদের গুদাম রয়েছে বিভিন্ন জায়গায়।

সাধারণ কৃষক যখন ডিলার পয়েন্টে সার কিনতে যায়, তখন ডিলাররা বলে ঘরে কোনো সার নেই, কোথা থেকে দেব।’ তাই কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়।

কিন্তু বাস্তবে তাদের গোপন আলাদা গুদামে সার মজুত থাকে। সেখান থেকেই খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে সার বিক্রি করা হয়। আর সেই কারণে কৃষক পড়ছেন বিপাকে—তাদের সার কিনতে হচ্ছে বেশি দামে।