আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা নামক স্থান থেকে ৯লাখ টাকা মূল্যেও ১৫শ’ কেজি জাটকা জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দকরা মাছ এতিমখানা ও গরীবদেও মধ্যে বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ মাছ জব্দ করা হয়।
আমতলী উপজেলা যৌথবাহিনী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের বাসের খোন্দলে বিপুল পরিমাণ জাটকা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা যৌথবাহিনীর প্রধান বিএন ডিচাচমেন্ট আমতলী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লে: নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুরিকাটা নামক স্থানে অীভযান পরিচালনা করে ৩টি বাসের খোন্দাল থেকে ৯লাখ টাকা মূল্যেও ১৫শ’ কেজিজাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ থানায় এনে এতিম খানা ও গরীবদেও মধ্যে বিতরণ করা হয়।
যৌথ বাহিনীর প্রধান লে: নকিব নসরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের ৩টি বাস আটক করে তল্লাশী করে খোন্দল থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পওে মাছগুলো এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আমাদের এধরনের কার্যাক্রম অভ্যাহত থাকবে।