মোঃ একরামুল হক হাটহাজারী( চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে বাংলা বিভাগের উদ্যোগে বাংলা সাহিত্যের দুই মহামানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে “জীবনমুখী রবীন্দ্রনাথ, বাস্তবতায় নজরুল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কল্যাণ নাথের সভাপতিত্বে এই আয়োজন হয়। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. উদিতি দাশ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুস সালাম। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ শেখ সুসমিতা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আহম্মদ।

আলোচকবৃন্দ বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল চর্চা ছাড়া বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি পূর্ণতা পায় না।

প্রফেসর ড. উদিতি দাশ রবীন্দ্রনাথের শৈশব, পারিবারিক পরিবেশ, সাহিত্যজীবনের সূচনা, কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধসহ তাঁর সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের রবীন্দ্রসাহিত্যে গভীরভাবে অবগাহনের আহ্বান জানান।

উপপরিচালক মোহাম্মদ আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সংগ্রামী জীবন, লেটো দলে যোগদান, কবিতা ও গদ্যের মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর দুঃসাহসী ভূমিকা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের নজরুল চর্চার মাধ্যমে ভয়কে জয় করে নৈতিক শক্তিতে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।