কুষ্টিয়ার খোকসা উপজেলায় জুলাই বিপ্লবের বীর যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ, খোকসা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে খোকসা-জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খোকসা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ‘জান দেবো, জুলাই দেবো না’, ‘হত্যাকারীদের বিচার চাই’— এমন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। এসময় আন্দোলনকারীরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

বিক্ষোভ মিছিলে ছাত্রনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ বিপ্লব হোসেন, রাতুল মাহমুদ রওনক, বাশার আহমদ, রুহুল আমিন, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম সাগর, হাফেজ তৌহিদুল ইসলামসহ স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধিসহ সাধারণ ছাত্র-জনতা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ আব্দুল আলিম এবং গায়েবানা জানাজার নামাজ পড়ান হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন।

গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খাঁন, বিএনপি পৌর যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (খোকসা-কুমারখালী) কুষ্টিয়া-৪ আসনের এমপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন, জামায়াতে ইসলামী খোকসা উপজেলা শাখার সেক্রেটারি এস এম সাইফুর রহমান আল আমিন, খোকসা সরকারি কলেজের বাংলা প্রভাষক আহসান উল্লাহ কিরনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে খোকসা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা অটুট রাখার আহ্বান জানান এবং সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান হাদি ও জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।