খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের কার্যকর পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সৈয়দ জাহিদ হোসেন ও মো. মফিজুর রহমান প্যানেল ২০টি পদের মধ্যে সব কয়টি পদে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩২ ভোটারের মধ্যে ১১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যা ৭টায় থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল হাই মোহাম্মদ আনাছ। এ নির্বাচনে সৈয়দ জাহিদ হোসেন সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে মো. কামাল হোসেন ৭৮ ও কাজী ফেরদৌস হোসেন ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহাসচিব পদে মো. মফিজুর রহমান ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন, যুগ্ম মহাসচিব যথাক্রমে মো. শাহাদাৎ হোসেন মল্লিক-৭৯ ও বেগ মফিজুল ইসলাম ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. ওসমান গনি ৮০, পরিচালক পদে এস এম আসাদুজ্জামান-৭৪, মো. ফারুক আহম্মেদ খান-৭৭, মো. ওমর ফারুক মিঠু-৭৭, আব্দুল মতিন তালুকদার-৭৪, এস এম আসিফ মঈন-৭৪, বশির উদ্দিন আহম্মেদ-৭০, মো. জোবায়ের হোসেন-৭৮, মো. শামীম হোসেন-৭৩, মো. শফিকুল ইসলাম-৬৭, মো. জোবায়ের রহমান মিয়া-৭২, মো. শামীম তালুকদার-৭৩, কে এম আব্দুস সালাম-৬৫ ও এসে কে তানজিম আহমেদ ফারিন-৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ দেড়যুগ পরে খুলনার জাহাজ মালিকদের সংগঠন নৌ-পরিবহন মালিক গ্রুপের ব্যবসায়ীরা প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করলেন।