পিরোজপুর জেলা সংবাদদাতা : গতকাল বুধবার দুপুর ১২টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক সোমবার হোসাইন জুয়েল এর সভাপতিত্বে ও পরিচালনায় জেলা মিডিয়া বিভাগের উদ্যোগে জামায়াত মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন,২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে, পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এজন্য আমি আপনাদের সহ সকলের সহযোগিতা কামনা করছি।