নোয়াখালী সংবাদদাতা : বিগত সময়ে পুলিশের কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অন্যায় ভাবে পুলিশকে ব্যবহার করেছে। এর ফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি গণমানুষের জনরোষের সৃষ্টি হয়েছে যার প্রতিচ্ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া। রবিবার সকালে (২২ জুন) নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে অনেক ছাত্র জনতা ও পুলিশ নিহত ও আহত হয়েছেন। এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না এবং জনগণের জন্য প্রাপ্য সেবা প্রদান করাও সম্ভব হয় না।

বর্তমান সরকার পুলিশকে প্রচলিত ধারণার ঊর্ধ্বে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর দক্ষ ও জনবান্ধব, মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক সংস্কারে হাত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কার সম্পন্ন হলে আমরা আশা করছি আমাদের অতীতে যে নীতি বিচ্যুতি হয়েছে তা বস্তুনিষ্ঠতার মাধ্যমে উত্তরণের পথ খুঁজে পাবো। এর মাধ্যমে আমরা আমাদের সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌছে দিতে পারবো।