পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইয়াকুব আলী খান এর স্ত্রী বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শূরা সদস্য ও পৌরসভা আমীর ইছাহাক্ব আলী খান এর মমতাময়ী মা খাদিজা বেগম আজ সকাল ৭টা ২০মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, তিন ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন গুণোগ্রাহী রেখে গেছেন। তিনি গতকাল মেয়ের বাড়ি থেকে স্বামীর বাড়ি স্টেডিয়াম সড়ক, মাছিমপুরের বাসায় এলে অসুস্থ বোধ করেন। আজ সকালে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ বেলা ২টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে থাকে সমাহিত করা হবে।

ইছাহাক আলী খানের মায়ের ইন্তেকালে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই প্রার্থনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক কামনা করেছেন।

এদিকে ইছাহাক আলী খানের মায়ের ইন্তেকালে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন পিরোজপুর ১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর ২ আসনের এমপি প্রার্থী প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, পিরোজপুর ৩ আসনের এমপি প্রার্থী শরীফ আব্দুল জলিল। নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই প্রার্থনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক কামনা করেছেন।