কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো; সেদিন প্রত্যেককে তার সৎকর্ম ও অপকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, কারো প্রতি অন্যায় করা হবে না।”
বুধবার সকালে রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়া জামে মসজিদের সামনের রাস্তা এবং বিশ্বাস পাড়ার মাঠের শ্বশানের রাস্তা মেরামত করেছেন নেতাকর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বলুহর ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলম, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর ওয়ার্ডের সভাপতি সেলিম উদ্দিন, বলুহর ওয়ার্ডের সেক্রেটারি মুসা করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
স্থানীয় জনগণ রাস্তা মেরামত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি এলাকার চলাচল ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহেশপুরের আজমপুরে গণসংযোগ
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান মঙ্গলবার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। মদন পুর, বিদ্যাধরপুর বাজার, গরিনাথপুর বাজারসহ রাস্তা, গ্রাম, মহল্লা, চায়ের দোকানের মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। গণসংযোগকালে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “দুর্নীতি, অন্যায় ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে যান।”