নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর কর্মীকে প্রকাশ্যে হত্যার চেষ্টা, মারধর ও তার বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাধনগর জোয়ানপুর বাইতুন নূর জামে মসজিদের ওয়াক্তিয়া ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মোঃ ইউসুফকে (২৮) তাঁর নিজস্ব ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করার সময় জোরপূর্বক বাধা দান করে প্রকাশ্যে হত্যার চেষ্টা ও তার নির্মাণাধীন বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে মাধনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান বিটল (৫২), রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দক্ষিণ হস্ত যুবলীগ কর্মী শাহাদত হোসেন (৪৫), বিএনপি কর্মী হাসিব মাঝি (৩৮) সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি। উল্লেখ্য যে, ইমাম হাফেজ মোঃ ইউসুফ (২৮) পশ্চিম মাধনগর এলাকার মৃত মোঃ শাজাহান শেখের পুত্র, বিএনপি নেতা সাইদুর রহমান বিটল পশ্চিম মাধনগর নিচা বাজার এলাকার মৃত মোকছেদ আলীর পুত্র, শাহাদত পশ্চিম মাধনগর মাঝি পাড়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র ও হাসিব পশ্চিম মাধনগর মাঝিপাড়ার আব্দুস সাত্তার মাঝির পুত্র।

এ সময় হামলাকারীরা হাফেজ মোঃ ইউসুফকে মারধর করে ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মারধরকারীরা বিরত হয় এবং ইমাম ইউসুফ আলী প্রাণে বেঁচে যান। এ ঘটনায় নলডাঙ্গা থানায় ইমাম ইউসুফ আলী তার প্রাণনাশের হুমকি রয়েছে মর্মে পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।