নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কবিরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও নানাবিধ নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্ষা মৌসুমে কবিরহাট উপজেলার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যেতে মারাত্মক সমস্যায় পড়ছে।
তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। কৃষকরা সেচ কার্যক্রমে বিপাকে পড়ছেন, ফলে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। তাই অবিলম্বে প্রধান সড়ক ও গ্রামীণ সড়ক সংস্কারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,“জনগণের করের টাকায় উন্নয়ন হচ্ছে, তাই সেই উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমরা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে এসব সমস্যার কার্যকর সমাধান করতে হবে।”
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী - ৫ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।