DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

কুমিল্লায় আবুল কাশেম গায়েবানা জানাযা ও কফিন মিছিল

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত স্কুল ছাত্র আবুল (১৭) নিহতের ঘটনায় কুমিল্লায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর ও জেলা নেতারা।

কুমিল্লা অফিস
Untitled

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত স্কুল ছাত্র আবুল (১৭) নিহতের ঘটনায় কুমিল্লায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর ও জেলা নেতারা।

১২ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে নয়টায় কুমিল্লা টাউন হল মাঠে শহীদ আবুল কাসেমে গায়েবী জানাযা শেষে প্রতিকী কফিন মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে শেষ করে।

শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাযায় পূর্ব সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, ৫ই আগস্টের পর আজকে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে, আমরা এখনো পরিপূর্ণ স্বাধীনতা লাভ করিনি । আওয়ামী লীগের ইতিহাস রক্তচোষা ইতিহাস । ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে । শেখ হাসিনা ও গত ১৭ বছর শত শত লাশ হত্যা করেছে এবং গুম করেছে । আমরা মনে করেছিলাম ৫ই আগস্টের পরে শেখ হাসিনার রক্তচোষা বন্ধ হয়ে যাবে । লাশের রাজনীতি করা আওয়ামী লীগের স্বভাব । আমরা বর্তমান সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি ।

যে সকল সুশীলরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পায়তারা করছেন । ইনিয়ে বিনিয়ে কথা বলছেন তাদেরকে সাবধান করে বলতে চাই । আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাবার সুযোগ পেয়েছিল । কিন্তু যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না । পিঠের চামড়া রক্ষা করতে চাইলে ছাত্র-জনতার পাশে দাঁড়ানো । সারাদেশের মানুষের রক্তক্ষরণ হচ্ছে । আজকেও আমার ভাইয়ের লাশ পড়েছে । আমরা অনতিবিলম্বে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি করছি ।