ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের সটসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ঘরবাড়ী আসবাবপত্র ধানচাল গবাদিপশু পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন, একরামুল হক জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল সহ নগদ টাকা পুড়ে ছারখার হয়ে যায়। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সবকিছু পুড়ে পরিবার দুটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা নির্বাহী অফিসার এবং ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আপাতত শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা দেয়া হবে।জামায়াতে ইসলামী উপজেলা আমির এর নেতৃত্বে ইউনিয়ন সভাপতিসহ কয়েকজন কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে নগদ ১১০ কেজি চাল ও ১০০০ টাকা প্রদান করে।