ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে হাসপাতালের ২৬ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পযর্ন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মার্কেটিং ইনচার্জ ইমরান খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আমির হামজা। ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা. আসমা বিনতে খায়ের, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদ এইচ ইব্রাহিম, সার্জারী বিশেষজ্ঞ ডা. জি এম নূরুজ্জামান, কিডনী বিশেষজ্ঞ ডা. সোহেল রানা, শিশু বিশেষজ্ঞ ডা. ইফ্ফাত জাহান ইমি, ডেন্টাল বিশেষজ্ঞ ডা. তামান্না জ্যাবরিন, ফিজিওথেরাপিস্ট মো. আবিদ কবির । এছাড়া ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মার্কেটিং অফিসার আব্দুস সালাম, আরাফাত হোসেন প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে প্রশাসনিক কর্মকর্তা আমির হামজা বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা তুলনামূলক কম খরচে মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। এছাড়া গরিব ও অসহায় মানুষের সেবার জন্য বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। ক্যাম্পে প্রায় দেড়শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।