সম্প্রতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, জনগণকে আকর্ষণ করে কিন্তু জনস্বার্থ পরিপন্থী চাঞ্চল্যকর মুখরোচক কাহিনীর মাধ্যমে পত্রিকা কাটতির স্বার্থে রুচিহীন ও অশালীন সংবাদ পরিবেশন করা যাবে না।
নোয়াখালী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
২৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় সার্কিট হাউজ কনফারেন্স রুম, নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি এ কে এম আব্দুল হাকিম বলেন, জাতীসত্ত্বা বিনাশী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও সংবিধান বিরোধী বা পরিপন্থী কোনো সংবাদ অথবা ভাষ্য প্রকাশ করা অনুচিত। যে সকল সংবাদের বিষয়বস্তু অসাধু এবং ভিত্তিহীন সেসকল সংবাদ প্রকাশ করা যাবে না। তিনি আরো বলেন, ব্যক্তি বা সম্প্রদায়বিশেষ সম্পর্কে তাদের বর্ণ, গোত্র, জাতীয়তা, ধর্ম অথবা দেশগত বিষয় নিয়ে অবজ্ঞা বা মর্যাদাহানিকর সংবাদ প্রচার না করা।