নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীতে সদস্যদের (রুকন) প্রশিক্ষণ শিবিরে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী মাওলানা এটিম মা’ছুম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সেজন্য জামায়াতের জনশক্তিকে অতীতের যেকোনো সময়ের চাইতে ত্যাগে ও যোগ্যতার সঙ্গে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণে কাজ করতে হবে। প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় ব্যাপক জনসমর্থন ও সংগঠন কায়েম করতে হবে। যাতে আমরা জনগণকে আহ্বান জানালে অতীতের চাইতে আরো শক্তিশালীভাবে রাজপথে এগিয়ে আসতে পারে। আমাদের প্রার্থীদেরকে জনপ্রিয় প্রার্থীতে রূপান্তরিত করতে হবে, সেজন্য উন্নত আখলাক, সুন্দর ব্যবহার ও তৎপরতার দিয়ে মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকতে হবে। আমাদের অনেক বেশি লেখাপড়া করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। অতীতের যেকোনো সময়ের চাইতে বেশি বিনয়ী, পরিশ্রমী ও আপোষহীন হতে হবে। জুলুমের অবসান ঘটানোর জন্য কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানান। জনগণের মধ্যে আশাবাদ দেখাতে হবে যে জামায়াতকে ক্ষমতা দিলে দুর্নীতিমুক্ত ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে।
জনাব মা’ছুম বলেন, দীর্ঘ ১৮ বছর আমরা এক অন্ধকার যুগে বাস করেছি। গুম, খুন, হামলা, মামলা, বিচারহীনতার সংস্কৃতি দিয়ে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ জালেমের পতন ঘটিয়ে মজলুমের বিজয় দান করেছেন। আল্লাহ জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতীতে নমরূদ, হারুন, কারুন, ফেরাউন, সামুদকে যেভাবে ধ্বংস করেছেন বাংলাদেশেও ফেরাউনের শাসনে সেভাবে পতন ঘটিয়েছেন। এখন মজলুমের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।
জনাব মা’ছুম বলেন, চৌদ্দ-আঠারো মার্কা কোনো নির্বাচন করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে। জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আজ নোয়াখালী সদর, শহর, সুবর্নচর উপজেলার সদস্যদের (রুকন) প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমীর, মাওলানা ইউসূফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাউল করিম। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, ফেনী জেলা জামায়াতে আমীর মুফতি মুহাম্মদ আবদুল হান্নান, কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারী ড. একে এম সারওয়ার উদ্দিন সিদ্দীকি, সহকারী সেক্রেটারী ঢাকা মহানগরী দক্ষিণ মোহাম্মদ ইয়াছিন আরাফাত, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের, সদর উপজেলা আমীর হাফেজ মহিউদ্দিন, সেক্রেটারী ডা. মিরাজ, সঞ্চালনা করেন শহর সেক্রেটারী মাওলানা মো. মায়াজ সহ প্রমুখ নেতৃবৃন্দ।