চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাতে নগরীর সড়ক ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশল বিভাগের হিসাব অনুযায়ী, এ মৌসুমে ১৪২ দশমিক ২৮১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারে প্রয়োজন ৪২৬ কোটি ৮৪ লাখ টাকারও বেশি।

চসিক জানিয়েছে, বর্তমানে তাদের নিজস্ব অ্যাসপল্ট প্ল্যান্টে তৈরি মিশ্রণ দিয়ে কেবল ছোটখাটো গর্ত ভরাটের কাজ (প্যাচওয়ার্ক) করা হচ্ছে। তবে ২০২৫–২০২৬ অর্থবছরে এই কাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৬ কোটি টাকা। ফলে বিপুল ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে এই বরাদ্দ কার্যত অপ্রতুল।

চসিক সূত্র জানায়, অর্থের অভাব এবং নানা সীমাবদ্ধতার কারণে এখনই ব্যাপক আকারে সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে জরুরি সহায়তা চেয়েছেন। গত সপ্তাহে পাঠানো এক পত্রে তিনি সড়ক সংস্কারের পাশাপাশি সড়ক, ব্রিজ-কালভার্ট, নালা মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং খালের পাশে নিরাপত্তা বেষ্টনি স্থাপনের জন্যও বরাদ্দ চেয়েছেন।

এ বিষয়ে সিটি মেয়র বলেন, “এবার অতিবৃষ্টি হওয়ায় প্রচুর সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্পোরেশনের আর্থিক অবস্থা দুর্বল। তারপরও রাজস্ব খাত থেকে প্যাচওয়ার্ক শুরু করা হয়েছে। আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় কিছু কাজ হবে। কিন্তু মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে আরও দ্রুত সংস্কার কার্যক্রম চালানো সম্ভব হবে।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি অনেক এলাকায় ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে এবং খালের পাশে নিরাপত্তা বেষ্টনির প্রয়োজন দেখা দিয়েছে। এসব কাজের জন্যও বিপুল অর্থ দরকার। এ কারণেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।