সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে এর সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির শিক্ষা বিভাগের দায়িত্বশীল ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান এবিএম জাকারিয়া ও বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম।

আইইএস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সদস্য ড. খলিলুর রহমান মাদানি, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক মুহাম্মাদ রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা বিভাগের দায়িত্বশীল মুহাম্মাদ ইব্রাহিম এবং আরও ১০টি রাজনৈতিক দলের শিক্ষা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।