খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে। স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, মানিক সাহা আমৃত্যু জনমুখী সাংবাদিকতা করেছেন এবং এ জন্যই তাকে হত্যা করা হয়েছিল। হত্যার ২২ বছর পরেও এই হত্যার সাথে জড়িতদের বিচার হয়নি। হত্যাকাণ্ডের বিচারের নামে এর আগে যে রায় হয়েছে তা ছিল গোজামিলের রায়। বক্তারা এই হত্যাকাণ্ডের পুন:তদন্ত করে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবার বিচারের দাবি জানান।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, প্রেসক্লাব সদস্য বাপ্পী খান, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, এস এম নূর হাসান জনি ও প্রবীর কুমার বিশ্বাস এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র ছোট ভাই প্রদীপ সাহা। স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, শেখ কামরুল আহসান, আলমগীর হান্নান, দেবব্রত রায়, কাজী শামীম আহমেদ, ইয়াসিন আরাফাত রুমি, রিংটন মন্ডল ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা, মিলন হোসেন, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেন করেন।
এরআগে খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজের উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ে সহ-সভাপতি কাজী শামিম আহমেদের সভাপতিত্বে স্বরণসভায় বক্তৃতা করেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা ও সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, কমিউনিষ্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, নিহত সাংবাদিক মানিক সাহার ছোট ভাই ও শিক্ষক নেতা প্রদীপ সাহা। কেইউজের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উদিচী খুলনা জেলা সাধারণ সম্পাদক খৈয়ম মন্ডল মিঠু, কমরেড রতন সেন পাবলিক লাইব্রেরীর সদস্য প্রকৌশলী জাফর ইকবাল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল আসলাম, কেউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, আলমগীর হান্নান, কামরুল আহসান, বাপ্পী খান, জাহিদুল ইসলাম, সুনীল দাস, নুর হাসান জনি, প্রবীর কুমার বিশ্বাস, রিংটন মন্ডল, মো. সোহেল রানা, মো. জুয়েল, জাহিদ আকন প্রমুখ।
এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখা, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরি এবং প্রয়াত মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।