চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে ও অনিয়ম কমেছে বলেও তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।