বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) চারটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছে। নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত কেসিসির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট লস্কর শাহ আলম ১৭ নং ওয়ার্ডে মো. রবিউল ইসলামকে, ১৮ নং ওয়ার্ডে মো. মশিউর রহমান রমজান, ২০ নং ওয়ার্ডে মো. মঞ্জুর কাদের ও ২৫ নং ওয়ার্ডে মাওলানা মো. জাহিদুর রহমান (নাঈম) এর নাম ঘোষণা করেন।

মহানগরী শূরা সদস্য ও সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান (নাঈম) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কেসিসির প্রধান নির্বাচন কমিশনার ও মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট লস্কর শাহ আলম, সোনাডাঙ্গা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহরুল ইসলাম। অন্যান্যের মধ্যে থানা কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন কাজল ও মাওলানা দেলাওয়ার হোসাইন ফারাজী, ১৭ নং ওয়ার্ড আমীর মো. রবিউল ইসলাম, ১৮নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, ২০নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ২৫নং ওয়ার্ড আমীর ড. ত্বহিরুল আহসান ত্বহা, ১৭নং ওয়ার্ড সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন, ১৮নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, ২০নং ওয়ার্ড সেক্রেটারি ইমরান হোসেন ইমরুল, ২৫নং ওয়ার্ড সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম, প্রিন্সিপাল আরিফ বিল্লাহ, খাইরুল ইসলাম, নূরুল ইসলাম বাবুল, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, সেলিম খান, নাসির উদ্দিন, মাওলানা মফিজুল ইসলাম, মুস্তাফিজ মাহিম, গোলাম রাব্বি, রাইজুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আহমেদ আলী, ইব্রাহিম খলিল, হারুনুজ্জামান, গাজী হারুন, মুস্তাফিজুর রহমান, আব্দুল হালিম, সাইফুজ্জামান রাজিব, আহসানুল মুঈজ, আব্দুল্লাহ আল মামুন, বি এম তৈয়্যেবুর রহমান, ফরিদ, কবিরুল ইসলাম, রেদওয়ান, শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে তরুণদের বেশি সুযোগ দিচ্ছে সংগঠন। জ্যেষ্ঠ নেতারা উপদেষ্টার ভূমিকায় কাজ করছেন। কাউন্সিলর প্রার্থীদের ও কর্মীদের সাধারণ মানুষের আস্থার প্রতিক হতে হবে। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে সবার আগে এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যে কাজ করতে হবে। মনে রাখতে হবে, মানুষের জন্যে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব।

তিনি বলেন, দেশের শহীদ পরিবার ও জনগণের চাওয়া অনুযায়ী সংস্কার করে পিআর পদ্ধিতিতে দ্রুত নির্বাচন করা। আমরা কিছু দলের কাছে শুনি সংস্কার করতে গেলে নির্বাচনে দেরি হয়ে যাবে। কিন্তু আমরা চাই, যে জুলুমবাজ সরকার দেশে ক্ষমতায় ছিল, তাদের মতো করে যেন আর কোনো সরকার ক্ষমতায় জুলুম করে না থাকতে পারে।