নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সদরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর প্রফেসর নিয়াজ আহমেদ খান এর নানার বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে মনসাদপুর মিয়া বাড়ির ৩০০ বছর পূর্তি উপলক্ষে ‘আপনজন পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দিনব্যাপী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মনসাদপুর মিয়া বাড়িতে আনন্দ-আড্ডা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠান।
দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আত্মীয়-স্বজনের আবেগ-উচ্ছ্বাস অনুষ্ঠানটিতে প্রাণস্পন্দন বাড়িয়ে দেয়।দিনভর আড্ডার পর রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ ছেরাজুর নুর কচির সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার মনির আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বারডেম হাসপাতালের উপ-পরিচালক বেলায়েত হোসেন, সোনালী ব্যাংকের ডিজিএম খালেকুজ্জামান এবং বিজিবি ট্রাস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলে রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন বাড়ির অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আগামী প্রজন্মের কাছে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন একটি শিক্ষণীয় দৃষ্টান্ত।” নিজের নানাবাড়ির ৩০০ বছর পূর্তির এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।