ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গত বুধবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

আটকরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), মীর মারুফ (২১), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪) ও খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

জানা যায়, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বসহ বিভিন্ন মোটিফ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার ভাস্কর মানবেন্দ্র সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বুধবার ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় শিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন

মানিকগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, হাজার বছরের বাংলাদেশী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে। যারা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও মূর্তি পুড়িয়ে দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকার দূর্বৃৎেতের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নায়েবে আমির এডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার আমির হুমায়ূন কবির, সদর উপজেলা সেক্রেটারী এডভোকেট মোঃ সালাহউদ্দিন প্রমুখ।

অধ্যক্ষ দেলওয়ার হোসেন বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান পালিয়ে গেলেও এখনো তাদের অনেক দোসর রয়েছে । তারা বিভিন্ন সময় বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে । আমরা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং সরকারের কাছে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে পুনর্বাসনের জন্য সহযোগিতা করার দাবি জানাই।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নে ঘোষের বাজার এলাকায় অবস্থিত ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে পহেলা বৈশাখ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাবয়ব তৈরির কাল্পনিক অভিযোগ তুলে ফেসবুকে মানবেন্দ্রকে হুমকি দেয় অজ্ঞাতনা নামারা, পরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় তার বসতঘরে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।