বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিক কল্যান ফেডারেশন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য শ্রমিক সংগঠনের মতো এটি গতানুগতিক কোন সংগঠন নয়। শ্রমিকদের সমস্যা সমাধান ও ন্যায় সংগত দাবী আদায় করার জন্য ১৯৬৮ সালের শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের সংগ্রাম এবং সততা ও যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেয়ায় শ্রমজীবী মানুষের আস্থা ও আশ্রয়ের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর শাসন দেখেছে শুধু নেতার পরিবর্তন হয়েছে, নেতার পারিবারিক ও আত্মীয়-স্বজনের ভাগ্যের পরিবর্তন হয়েছে এ দেশের সাধারণ মানুষের পরিবর্তন হয়নি। তাই জুলাই বিপ্লবের ছাত্র-জনতার রক্তের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ন্যায়, ইনসাফ ও টেকসই আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে। খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাধারণ শ্রমিকদের নিয়ে আল ফারুক সোসাইটি হল রুমে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, খুলনা অঞ্চলের টিম সদস্য আজিজুর রহমান, মহানগরী দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, আদর্শ শিক্ষক পরিষদ খুলনা মহানগরী কলেজ বিভাগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সোনাডাঙ্গা থানা সহ-সভাপতি গোলাম মোস্তফা, মাওলানা নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, শুকুর আলী, আব্দুর রশিদ, আব্দুস সামাদ, মাহমুদুল হক, সাইফুল ইসলাম, হাসিবুর রহমান প্রমুখ।