ফেনী সংবাদদাতা : আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী নয় মাস থেকে পনের বছর বয়সী ছেলেমেয়েদের টাইফয়েড কন্জুগেট ভ্যাকসিন (tvc) প্রদান উপলক্ষে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। ডাঃ সাজ্জাদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি তদন্ত এসআই আশরাফ, ডাঃ প্রণয় কুমার চক্রবর্তী। এতে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক একেএম, আব্দুর রহিম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী, মাদরাসা শিক্ষক পরিষদ সদর সভাপতি মাওলানা ফজলুল করিম প্রমুখ।