নরসিংদী সংবাদদাতা : নরসিংদী মনোহরদীর হাফিজপুর গ্রামে চাঞ্চল্যকর একটি হত্য মামলার প্রধান আসামী মো. শহিদুল্লাহকে গত ৭ জুলাই ফেনীর দাগনভূইয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ একটি যৌথদল। জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে প্রতিবেশী হাফেজ আবুল কালামের সাথে দীর্ঘদিন যাবত শহিদুল্লাহদের চরম বিরোধ চলে আসছিল। গত ১৬ মে হাফেজ আবুল কালামের ঘরের পাশে একটি আম গাছের নিচে তার মা আম কুড়াতে যায় এসময় শহিদুল্লাহ ও তার অন্য সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র ও লোহার রড দিয়ে হাফেজ আবুল কালামের মাকে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায়। মায়ের ডাক চিৎকার শুনিয়া হাফেজ আবুল কালাম ঘর থেকে বের হলে শহিদুল্লাহ ও তার অন্যান্য সহযোগীরা তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় পরিবারের লোকজন ও এলাকাবাসীর সহযোগীতায় হাফেজ আবুল কালামকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই হাফেজ মারা যায়।
গ্রাম-গঞ্জ-শহর
হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
নরসিংদী মনোহরদীর হাফিজপুর গ্রামে চাঞ্চল্যকর একটি হত্য মামলার প্রধান আসামী মো. শহিদুল্লাহকে গত ৭ জুলাই ফেনীর দাগনভূইয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে