তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালা উপজেলার নাংলা গ্রামের পরিচিত মুখ, প্রবীণ ব্যক্তিত্ব, সাইদুল বাকাউল্লাহ (নায়েব) গতকাল বুধবার দুপুর ৩:৪০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি নাংলা ফাজিল মাদরাসার দাতা সদস্য ছিলেন। তিনি ইসলামকাটি ইউনিয়নের ৭ ওয়ার্ডের সাবেক মেম্বর মনিরুল আলম ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা বুলবুলের পিতা ছিলেন। মরহুম জীবিত থাকাকালীন আজীবন ইসলামী আন্দোলনের একজন সহযোগী ও সুধী ছিলেন। মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল হক, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইউপি মেম্বর আব্দুল হাকিমসহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ শোক প্রকাশ করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
গ্রাম-গঞ্জ-শহর
শোক সংবাদ
তালা উপজেলার নাংলা গ্রামের পরিচিত মুখ, প্রবীণ ব্যক্তিত্ব, সাইদুল বাকাউল্লাহ (নায়েব) গতকাল বুধবার দুপুর ৩:৪০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন।