দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদর এলাকায় ৩নং এবং ৭নং ওয়ার্ড তালতলী-গাজীপুর এলাকাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার ও দুই পাশেই বর্জ্য স্তূপ করে ফেলে রাখেন পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। সড়কের কয়েকটি স্থান যেন মরা পশু-হাঁস-মুরগি আর ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় হয়ে উঠেছে। বর্জ্য পরিশোধনাগার ব্যবস্থা না থাকায় মারাত্মক পরিবেশ দূষণসহ জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ময়লার এই অব্যবস্থাপনার কারণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্ভেক প্রকাশ করেছে।
জানা গেছে, বর্জ্য পদার্থের আধুনিক ও নিরাপদ অপসারণ ব্যবস্থার অপ্রতুলতা বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা। পৃথিবীর অন্যতম জনবহুল ও ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বর্ধিত জনসংখ্যার সাথে সমানতালে বেড়ে চলেছে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাও। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ন প্রক্রিয়ায় বিক্ষিপ্তভাবে গড়ে উঠা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানার বর্জ্য নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকার ফলে গৃহস্থালি বর্জ্য প্রতিদিন যত্রতত্র নিক্ষিপ্ত হচ্ছে।
দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, বর্জ্য অপসারন নিয়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি। ভূমি অধিগ্রহণ ও বাজেট সংশ্লিষ্ট বিষয় জড়িত থাকায় তাতক্ষণিক কোন সমাধানে যাওয়া এই মুহূর্তে সম্ভব না হলেও দাউদকান্দি পৌরসভা কর্তৃক অতি দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এবিষয়ে স্থানীয় সুশীল সমাজের সকলের মতামত ও অভিব্যক্তিকে প্রাধান্য দেয়া হবে।