স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

উদ্যোক্তা সৃষ্টি ও সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প' বিষয়ক দিনব্যাপী কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীরবিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় পরিচালিত হয়।

আনসার-ভিডিপি

কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ‘সঞ্জীবন প্রকল্প'-এর লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো এবং এর মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার সুদূরপ্রসারী সম্ভাবনা তুলে ধরেন। মহাপরিচালক বলেন, এই প্রকল্পের মাধ্যমে দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা হতে আগ্রহী সদস্যদের বাছাই করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির পথ তৈরি করা হচ্ছে। সুবিধাবঞ্চিত সদস্যদের আর্থিক মুক্তি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতেই দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জনের সূচক সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় ‘সঞ্জীবন প্রকল্প'-এর প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া ও সদস্য নির্বাচন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম। নন-এগ্রোবেজড কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রুবেল উকিল। তিনি উদ্যোক্তা তৈরিতে নন-এগ্রোবেজড উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন কৌশল এবং সদস্যদের দক্ষতা অনুযায়ী প্রকল্প নির্বাচন সম্পর্কে দিকনির্দেশনা দেন। অপরদিকে এগ্রোবেজড প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন ২ মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস। তিনি কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই আয় সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল মোটিভেশনাল সেশন, যা পরিচালনা করেন দেশের স্বনামধন্য উদ্যোক্তা ও ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা, ইকবাল বাহার জাহিদ। তাঁর বাস্তব অভিজ্ঞতানির্ভর অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মনোভাব বিকাশে উৎসাহ জোগায় এবং সফল উদ্যোগ পরিচালনার পথরেখা স্পষ্ট করে।

দিনব্যাপী এ কর্মশালায় প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত, মডেল প্রকল্প উপস্থাপন, উদ্যোক্তা উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা, সম্ভাব্য প্রতিবন্ধকতা ও তা উত্তরণে সমন্বিত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফলপ্রসূ মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট আনসার-ভিডিপি বাহিনী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।