নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াতের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, উভয় কক্ষে পি আর পদ্ধতি, আওয়ামী লীগসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচটি দফা নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জামায়াত কর্মসূচি পালন করে।
মহানগরী আমির ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুমিনুল হক সরকার, মহানগরীর নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, জেলা কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচএম নাসির উদ্দিন, জেলা জামাতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
শ্রীপুর (মাগুরা)
মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১৫ অক্টোবর শহরের চৌরঙ্গী মোড় ও প্রেসক্লাব এলাকায় মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবীর হুসাইন, জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিক, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
মানিকগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তকরে গণভোটের দাবি সহ ৫-দফা দাবিতে” মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। সম্প্রতি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে বিভিন্ন স্লোগানসহ ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘ এ কর্মসূচি চলে। এ সময় প্রেসক্লাব পয়েন্টে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক মানিকগঞ্জ-৩ নং আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন, মানিকগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন খান, মাওলানা জাকিরুল ইসলাম খান, অধ্যাপক মনিরুল ইসলাম, পৌরসসভা আমীর মোঃ হুমায়ূন কবির, ও সদর উপজেলা আমীর মুঃ ফজলুল হক প্রমুখ।
বাগেরহাট
গত ১৫ অক্টোবর বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট -খুলনা মহাসড়ে মানববন্ধনটি শুরু হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জামায়াতের শত শত নেতা-কর্মীরা পাঁচ দফা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার,প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক,অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তাজমুল হোসেন, জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী,বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসানসহ বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
বান্দরবান
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যেগে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।
জেলা আমীর আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ও ৩০০ নং বান্দরবান আসনের সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারী মওলানা আবদুল আওয়াল, পৌরসভা আমীর মো হারুন, সদর উপজেলা আমীর মোহাম্মদ সোলাইমান, পৌরসভা সেক্রেটারী এডভোকেট শাহনেওয়াজ, ছাত্রশিবির বান্দরবান জেলা সভাপতি শামসুদ্দিন।
ঠাকুরগাঁও
গত বুধবার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে মানববন্ধন শুরু হয়। যা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক এবং বাসস্ট্যান্ড হতে আর্ট গ্যালারি পর্যন্ত বিস্তৃত হয়।
মানববন্ধনে পাঁচ দফা দাবিতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক উদ্দিন প্রধান জেলা, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ উদ্দিন আহাম্মদ, সদর আমীর মাও, মিজানুর রহমান, ভুল্লি থানা আমির মাওলানা আব্দুর রহমান, সদর সেক্রেটারি আদিউল ইসলাম প্রমুখ।
পঞ্চগড়
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মসহাসড়কের ধারে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত সংসদ পদ প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ পদ প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর সফিউল ইসলাম, পঞ্চগড় শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, শিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ।
গাইবান্ধা
জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেছেন, জামায়াত বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। দেশের একজন সরকার দুপুরের ভাত খেতে না খেয়ে পাশের দেশে চলে যেতে বাধ্য হয়। এসব কিছুর মূলে রয়েছে কর্তৃত্ববাদী শাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির নামে বিভাজন বা বিভক্তি চায় না। অন্যান্য দলগুলোর সাথে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা প্রতিহিংসায় যাবো না। কোনো ব্যক্তি অধিকার ও মর্যাদার জন্য সে কোন দলের সেটা দেখা হবে না। সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াতে ইসলামী। তাই পি.আর পদ্ধতি চালু হলে ফ্যাসিস্ট তৈরি হওয়া বন্ধ হবে। পি.আর হলে কর্তৃত্ববাদীর রাজনীতি বন্ধ হবে। পি.আর পদ্ধতির মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে। আগে যে তকমা বা ব্র্যান্ডিং এর রাজনীতি ছিলো এটা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।
১৭ অক্টোবর গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট হলরুমে জুলাই জাতীয় সনদ ও পি.আর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, গাইবান্ধা-০২ গাইবান্ধা সদর আসনের এমপি প্রার্থী জনাব মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর, গাইবান্ধা-০৫ ফুলছড়ি-সাঘাট আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ ও জেলা নায়েবে, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা-০৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
গাবতলী (বগুড়া)
বগুড়া জেলার গাবতলী উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয়ে নেপালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নেপালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী। এছাড়াও বক্তব্য রাখেন গাবতলী উপজেলা যুব জমায়াতের সভাপতি অধ্যক্ষ নুরুল হক, নেপালতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, হাটহাজারীর কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সম্মানে ধলই ইউনিয়নবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ধলই ইউনিয়নের স্থানীয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ, শিক্ষক, আলেম, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হাটহাজারী ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হাসান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সেলিম উদ্দীন চৌধুরী ও সিরাজুল ইসলাম খান দুলাল।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী। বক্তারা বলেন, অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী একজন সৎ, আদর্শবান ও শিক্ষিত রাজনীতিক হিসেবে জনমনে আস্থা অর্জন করেছেন। তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
শ্রীপুর (গাজীপুর)
জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়া জরুরি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াত আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান।
কুড়িগ্রাম
১৫ অক্টোবর পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে নভেম্বরেই গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বুধবার ১৫ অক্টোবর জেলা শহরের শুন্য পয়েন্ট শাপলা চত্বরে মহাসড়কের দু’পার্শে প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এ দেশের জনগণ বুঝতে পারছে—দেশের স্বাধীনতা রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই। এজন্য জনগণ আজ গ্রাম-গঞ্জে আওয়াজ তুলছে, সব দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর হবে বাংলাদেশ। জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন বলেন, পিআর পদ্ধতির বিরোধিতা করে কোন লাভ হবেনা বলে তিনি বিরোধিতাকারীদেকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে আহবান জানিয়েছেন।
ভোলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ভোলা শহরের কেজাহান মার্কেটের উত্তর দিক থেকে শিশমহল দক্ষিণে নিজাম হাসিনা মসজিদ পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামায়াতের আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ জনগণেরও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন ও মাওলানা জাকির হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, প্রমিত কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, ভোলা সদর আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, এবং ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
গোপালপুর (টাঙ্গাইল)
টাংগাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে গণসংযোগ করেছেন গোপালপুর উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার। ১৪ অক্টোবর পৌর শহরের ২ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা, হাট ও বাজারের দোকানপাটে গণসংযোগ ও পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ও পৌরশাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং বিপুল সংখ্যক নেতা কর্মী।