ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

ঢাকায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাকাবের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এ পুরস্কার গ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।