খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পৃথক এ তিনটি মামলায় অন্তত ২৯শ’ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে। মঙ্গলবার (৮এপ্রিল) দিবাগত রাতে সোনাডাঙ্গা থানায় মামলা তিনটি দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হাসান জানান, হামলা ভাংচুরও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শো রুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১২/১৩শ’ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন । এছাড়া কেএফসি'র ম্যানেজার সুজন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭/৮শ’ জনকে আসামী করে আরেকটি মামলা করেন। অনুরূপভাবে ডোমিনোজ পিজ্জাতে ভাংচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭/৮শ’ জনকে আসামী করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হাই জানান, শিববাড়ি মোড় এবং আশপাশের এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সোমবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হবে। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিববাড়ি মোড় বাটার শো রুমের ম্যানেজার ৭০০-৮০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা করেছেন। মামলায় ভাংচুর ও লুটপাটের কারণে তাদের ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। কেএফসি এবং ডমিনোজ পিৎজা কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে। উল্লেখ্য, গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে হামলা ও লুটপাট করা হয়। বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাংচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাংচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়। এ ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

চুরি হওয়া বাটা জুতা উদ্ধার গ্রেফতার ৫ : গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিলের সুযোগ নিয়ে খুলনায় বাটা শো রুম থেকে দুর্বৃত্তদের চুরি করা জুতা উদ্ধার করা হয়েছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে ৫ জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রাপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, সোমবার সারা দেশের মতো খুলনা মহানগরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরের ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শো রুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শো রুম ভাংচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ রাতে আরও ৫ দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া পাঁচ জোড়া জুতা এবং একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যাদেরকে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এডিসি আহসান হাবীব।