পাইকগাছা সংবাদদাতা : খুলনার পাইকগাছা উপজেলা আজ ভয়ংকর এক মাদক আগ্রাসনের মুখে। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের নিষিদ্ধ মাদক এখন আর গোপন কোনো বিষয় নয় হাত বাড়ালেই মিলছে। অলিগলি, বাজার, বাসস্ট্যান্ড, ব্রিজের নিচ, নদীপাড় এমনকি আদালত, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও চলছে মাদক কেনাবেচা ও সেবন। এতে করে কিশোর-তরুণদের একটি বড় অংশ মাদকের জালে জড়িয়ে পড়ছে, যা পুরো সমাজকে ঠেলে দিচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে।
পৌর সদরে ‘ওপেন সিক্রেট’ মাদক বাণিজ্য স্থানীয়দের অভিযোগ, পৌরসভার জিরো পয়েন্ট, বাসস্ট্যান্ড, রিস্কির মোড়(পাইকগাছা সরকারি কলেজের পিছনে) পুরাতন পরিবহন কাউন্টার, কোর্ট প্রাঙ্গণ, মাছ কাঁটা, হাসপাতাল এলাকা, শিববাটি ব্রিজের নিচ, ওয়াপদা পাড়া ও বালির মাঠ এসব জায়গা এখন কার্যত মাদক কারবারের পরিচিত পয়েন্ট। দিনের আলোতেই লেনদেন হয়, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, চায়ের দোকানগুলো মাদক বেচাকেনার নিরাপদ আড্ডায় পরিণত হয়েছে। “চা খেতে বসে হাত বাড়ালেই ইয়াবা বা গাঁজা পাওয়া যায়” এ কথা এখন অনেকটাই ‘ওপেন সিক্রেট’। বিশেষ করে সন্ধ্যার পর এসব এলাকায় বখাটে ও মাদকসেবীদের আনাগোনা বাড়ে।
ইউনিয়নজুড়েও ছড়িয়ে পড়েছে মাদক শুধু পৌর সদর নয়, গদাইপুর, নতুন বাজার, কপিলমুনি, ভিলেজ পাইকগাছা, বাঁকা বাজার, গড়ইখালী, সোলাদানা,কাটিপাড়া, চাঁদখালি, কাটাখালী ও হরিঢালীসহ বিভিন্ন ইউনিয়নেও মাদক বাণিজ্যের বিস্তার ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, নির্দিষ্ট কিছু জায়গায় নিয়মিত নেশাসেবন চলে, যা দেখে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে থাকে।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক দোকানি বলেন,“বিকাল হইলেই ব্রিজের নিচে, মাঠে আর নির্জন রাস্তায় নেশা শুরু হয়। কেউ কিছু বললে ঝামেলা, তাই সবাই চুপ থাকে।”
তথ্য অনুযায়ী, চাঁদখালি–বড়দল (সাতক্ষীরা), বাঁকা সীমান্তবর্তী আশাশুনি (সাতক্ষীরা), দাকোপ বটিয়াঘাটা হয়ে সোলাদানা, গড়ুইখালী শান্ত খেয়াঘাট থেকে নলিয়ান, চালনা,পাটকেলঘাটা (সাতক্ষীরা) হয়ে কাটিপাড়া, এবং সাতক্ষীরা, কেশবপুর, খুলনা রুট হয়ে কপিলমুনি এই একাধিক পথ ব্যবহার করে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ উপজেলায় মাদক সরবরাহ করছে। এসব রুট মূলত নজরদারি দুর্বল, যোগাযোগ সুবিধাজনক এবং দ্রুত পণ্য সরানোর জন্য উপযোগী হওয়ায় সিন্ডিকেটের কাছে নিরাপদ করিডর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা যায়, পাইকগাছা পৌর সদর, সোলাদানা, বাঁকা, কাটিপাড়া, নতুন বাজার, গদাইপুর ও কপিলমুনি বাজার এই এলাকাগুলোই বর্তমানে মাদক বেচাকেনার প্রধান হটস্পট। এখান থেকেই খুচরা বিক্রেতাদের মাধ্যমে গ্রাম-গঞ্জে মাদক ছড়িয়ে পড়ছে, যা তরুণ সমাজকে দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটের তৎপরতা এতটাই সংগঠিত যে মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগাম খবরও তারা পেয়ে যায়, ফলে বড় চালান ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।