অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকারস (এআরআইবি) এর উদ্যোগে গতকাল শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটরিয়ামে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ নুরুল ইসলাম খলিফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুস সাদেক ভূইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, এ এস এম সালেহ, মোঃ আব্দুল জব্বার, এ এ এম হাবিবুর রহমান, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের, মোঃ শাহজাহান ও আমজাদ হোসেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর আলম এবং অন্যান্য রিটায়ার্ড এক্সিকিউটিভ ও অফিসারবৃন্দ।

বক্তাগণ রিটায়ার্ড সকল এক্সিকিউটিভ ও কর্মকর্তা বৃন্দকে অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত করা, সবার সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন এবং সকলের সুখ দুঃখে পাশে থাকা ও সকলের মধ্যে পারস্পরিক আন্তরিক সম্পর্ক স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের ব্যাপারে সকলকে সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ব্যাংকের সাবেক এস ভি পি তোফাজ্জল হোসেনের পরিচালনায় ইসলামী ব্যাংক পরিবারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শেষে ব্যাংকের উদ্যোক্তা, পরিচালকবৃন্দ এবং রিটায়ার্ড এক্সিকিউটিভ ও কর্মকর্তাদের মধ্যে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোআ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।