সাঘাটা উপজেলার ৩ নম্বর সাঘাটা ইউনিয়নে বিএনপি মনোনয়নপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগপন্থী একজনের নাম থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপি’র স্থানীয় কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। গতকাল রোববার দুপুরে সাঘাটা বাজার পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডু, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বরিউল আউয়াল সুজনসহ শতাধিক নেতাকর্মী।

পরে সাঘাটা থানার সামনে অবস্থান নিয়ে প্রেসক্লাবে লিখিত বক্তব্য দেন আন্দোলনকারীরা। এসময় তারা জানান, ১৪ জুলাই ৩নং সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। তবে কাউন্সিল আয়োজনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। বক্তাদের দাবি, কাউন্সিলের আগে হঠাৎ করে ২০২২ সালের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রেজাউল করিম রনিকে ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্তব্যে বলা হয়, রেজাউল করিম রনি ২০১৪ সাল থেকে আওয়ামী লীগে সক্রিয়ভাবে যুক্ত এবং সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একাধিক ছবি ও প্রমাণ থাকলেও নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। তারা আরও অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় ও উপজেলা পর্যায় থেকে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন এসব নির্দেশনা অমান্য করে রনিকে মনোনয়ন ফরম দিয়েছে এবং যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিলের দাবিও উপেক্ষা করেছে। এসময় বক্তারা কাউন্সিল স্থগিত, নির্বাচন কমিশন বাতিল এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের মনোনয়ন বাতিলের দাবি জানান।