গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল ও পেট্রোল বোমা হামলা চালিয়েছে। হঠাৎ বিস্ফোরণে ব্যাংকের সাইনবোর্ডের অংশবিশেষ পুড়ে গেলেও ব্যাংকের অভ্যন্তরে বা আশপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অক্ষত পেট্রোল বোমা উদ্ধার করেছে।

ব্যাংকের কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে কর্মচারীদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে তারা দেখতে পান, সাইনবোর্ডে আগুন ধরে গেছে। দ্রুত আগুন নেভানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংক শাখা। পরক্ষণেই পুলিশকে খবর দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার, মোঃ আব্দুর রাজ্জাক জানান, আমরা ঘটনার তাৎক্ষণিক খবর পেয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এটি পরিকল্পিত নাশকতার অংশ বলেই সন্দেহ হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, কর্মচারীরা অত্যন্ত আতঙ্কের মধ্যে রাত কাটালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারেক বলেন, দুষ্কৃতকারীরা গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমার একটি অংশ সাইনবোর্ডে থাকা আগুন সৃষ্টি করে, আরেকটি বোমা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এটি যে কোনো ধরনের নাশকতা বা ভয়-ভীতি প্রদর্শনের অংশ হতে পারে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। হামলার উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্তে পুলিশ গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। শ্রীপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে, এই ঘটনার পর বারতোপা বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ব্যাংক কর্তৃপক্ষও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয়রা পুলিশের প্রতি আস্থা রেখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।