সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দস্যুদের জিম্মি করে রাখা নয়জন জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মো. রমজান মোড়ল, মো. শুক্কুর আলী শেখ, শামীম শেখ, হান্নান শেখ, আবু হুরাই, আজগার শেখ, আতাউর শেখ, জাফর মল্লিক ও মো. ইউনুস। তাদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে রাঙ্গা বাহিনীর সদস্যরা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। এরই ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ডের একটি বিশেষ টিম অভিযান চালায়।

অভিযানের সময় দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, আট রাউন্ড ফাঁকা গুলি, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। পরে ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাঙ্গা বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে মুক্তিপণের দাবি জানায়। এরই মধ্যে কোস্ট গার্ডের অভিযানে তারা মুক্তি পান।