নাটোর সংবাদদাতা : নাটোরে “স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি’ টেকসই সমাজ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ শফিকুল ফেরদৌস, পুলিশ পরিদর্শক সাইদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মোঃ মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্যে ৩৪টি শিশু বিকাশ কেন্দ্র এবং সকল জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম কর্নার কাজ করছে। দেশের উন্নয়নের ধারায় এই জনগোষ্ঠীকে সম্পৃক্তর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান শেষে অটিজম আক্রান্ত শিশুসহ সাতজনকে হুইল চেয়ার প্রদান করা হয়।