বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের নিয়মিত প্রকাশনা উদ্বোধনী সংখ্যা “আল মাকতাব” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আরবী বিশ¦িবদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, কুরআনিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্ট নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে ইসলামিক তাহযীব তামাদ্দুনের বিকাশ ঘটাতে যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। আমার বিশ^াস আলোকিত প্রজন্ম তৈরিতে আল মাকতাব উম্মাহর জন্য নতুন আলোক বর্তিকা আশির্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে এবং সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলায় নাকীবের ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি ছিলেন দেশের অন্যতম প্রধান কবি ও কিশোর কণ্ঠ সম্পাদক মোশাররফ হোসেন খান, বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক মো. আব্দুল হক, বিটিসিএলের ডাইরেক্টর প্রকৌশলী মো : আব্দুল মালেক, আলবারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মো. রুহুল আমীন। বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে, আল কুরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। আলোকিত জাতি বিনির্মাণে কুরআন শিক্ষা ও চর্চার কোনো বিকল্প নেই। ইসলামী শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির চরম আকালের সময় এ ধরনের সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে আল মাকতাবের পৃষ্ঠপোষকতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আল মাকতাব সম্পাদক এস.এম রুহুল আমীনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ড. মুফতি মুহা. নুর উদ্দিন কাওছার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কার্টুনিস্ট ইব্্রাহীম মন্ডল, কথাশিল্পী ও সিনিয়র সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, মিডিয়া ব্যক্তিত বীরমুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ ড. মাও. মোহাম্মাদ লোকমান হাকীম, ডা. মো. মোজাম্মেল হক চৌধুরী, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর এস.এম আল আমীন ফয়েজী, ফোরস্টার গ্রুপের এমডি এড. মো : আবুল কাসেম, এমবিট গ্রুপের এমডি ও রিহাব ডাইরেক্টর ড. মু. হারুন অর রশিদ, ইসলামিয়া জেনারেল হাসপাতালের এমডি, আবুল হাসনাত মো. মর্তুজা, প্রফেসর ড. মো. আবু হানিফ খান, কবি ওমর বিশ্বাস, জাহিদ আল রাজী, ব্যাংকার মো. জহিরুল ইসলাম, মো. আবু নোমান, এম এ মূসা খান, ডা. মো. রেদওয়ান, প্রকৌশলী মু. জহিরুল ইসলাম হানিফ, এস.এম আবদুল্লাহ আল মামুন, মো. গালিব হাসান, এস.এম ফখরুল ইসলাম, এস.এম মাসুদ, মো. তাজুল ইসলাম জিহাদ। দেশের গান পরিবেশন করেন শিশুশিল্পী মাফরুহা বিনতে শাকুর। প্রেসবিজ্ঞপ্তি।